মেক্সিকোর এক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ১৭ জনকে গুলি করে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
মেক্সিকোর মিচোয়াকানে রোববার এক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বন্দুকধারীরা ১৭ জনকে গুলি করে হত্যা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ভিডিওতে দেখা গেছে, বন্দুকধারীরা খোলা ছাদের দুটি ট্রাকে করে আসে।
সান জোসে ডি গ্রাসিয়া শহরের একটি বাড়িতে হঠাৎ প্রবেশ করে তারা। সেখানে আগে থেকে একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালাতে থাকে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় হামলার তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে, দুই দলের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ২০২১ সালে মেক্সিকোতে মাদক কারবারিদের গ্যাংয়ের দ্বন্দ্বের কারণে ৩৩ হাজার ৩০৮ জন মারা গেছে।