মেগা প্রকল্পের ঋণের চাপ সামলাতে শ্রীলংকার অভিজ্ঞতা কাজে লাগানো উচিত: সিপিডি
- আপডেট সময় : ০৮:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
দেশের মেগা প্রকল্পগুলোর ঋণের চাপ সামলাতে শ্রীলংকার অভিজ্ঞতা এখনি কাজে লাগিয়ে সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি বলেছে, শ্রীলংকার সাথে বাংলাদেশ তুলনীয় না হলেও– শিক্ষণীয়। দুপুরে আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেট-প্রস্তাব তুলে ধরে সিপিডি’র অর্থনীতিবিদরা বলেন, কালো টাকা সাদা করার সুযোগ সমাজে ভুল বার্তা দেয়। আগামী বাজেটে এই সুযোগ কোনভাবেই থাকা উচিত নয়। আর্থিক খাতের এই গবেষণা প্রতিষ্ঠানটি আরো বলছে, নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো, পরিবহন ব্যয় হ্রাস, সড়কে চাঁদাবাজি বন্ধ এবং বাজার সুশাসন প্রয়োজন।
মানুষের মাথা পিছু আয় বাড়লেও মূল্যস্ফীতির কারণে সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিন্ম আয়ের মানুষ। তাই শুধু নিন্মবৃত্ত নয়, টিসিবির লাইনে এখন আশ্রয় নিচ্ছে মধ্যবিত্তও।
এমন বাস্তবতায় ২০২২-২৩ অর্থ বছরের বাজেট কেমন হওয়া উচিত? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই প্রাক বাজেট আলোচনার আয়োজন করে সিপিডি।
আলোচনার শুরুতেই ছিল নিত্যপন্যের মূল্য নিয়ন্ত্রণের পরামর্শ।
ঋণে করা মেগা প্রজেক্টের মেগা চাপ সামলাতে করণীয় সম্পর্কেও কথা বলেন তারা।
আলোচনায় আসে কালো টাকা সাদা করার প্রসঙ্গ।
৪ বছর পর মধ্যম আয়ের দেশের কাতারে ঢুকবে বাংলাদেশ, সেই প্রস্তুতি এখনি নেয়া প্রয়োজন বলও মত দেন বক্তারা।
আগামী নির্বাচনকে সামনে রেখে অপ্রয়োজনীয় ব্যয় না বাড়ানো এবং দুর্নীতিবাজাদের বিরুদ্ধে কঠোর অবস্থান জনমনে আস্থা ফেরাবে বলেও মত দেয় সিপিডি।