মেঘনায় বরযাত্রী নিয়ে ট্রলার ডুবি, নববধূসহ ৭ জনের মৃতদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়ায় ক্যারিংচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মেঘনা নদীতে বর যাত্রী ট্রলার ডুবে নববধূসহ ৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড।
উপজেলার চানন্দী ঘাট থেকে আনুমানিক ৭০ থেকে ৮০ জন যাত্রী নিয়ে কেয়ারিংচর এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দেও ভাষ্যমতে, তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে। হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ও মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। তবে নববধূ নাম তাসলিমা বলে জানা গেছে। দুর্ঘটনার শিকার যাত্রীরা বিভিন্ন ঘাট দিয়ে কুলে উঠছে। তবে সঠিক ভাবে জানা যায়নি এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কতজন যাত্রী নিখোঁজ রয়েছে। তবে এ দুর্ঘটনায় নিখোঁজের সঠিক কোন তথ্য এখনো পাওয়া যায়নি।