মেজর (অব.) সিনহা হত্যার একমাস পূর্ণ হয়েছে আজ
- আপডেট সময় : ০৩:৫৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ১৬৭০ বার পড়া হয়েছে
মেজর (অব.) সিনহা হত্যার একমাস পূর্ণ হয়েছে আজ। এই মামলায় চতুর্থ দফায় আরো একদিনের রিমান্ডে নেয়া হয়েছে অন্যতম আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন।
এর আগে স্বীকারোক্তিমূলক জবানবন্দী নিতে আরেক আসামি সাবেক এসআই নন্দ দুলালকে আদালতে নেয়া হয়।
তিনি ১৬৪ ধারায় জবানবন্দী দিচ্ছেন বলে জানা গেছে। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে নেয়া হয়। এর আগে জেলা সদর হাসপাতালে সকালে নন্দদুলাল এবং দুপুরে প্রতীপ কুমারের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সকালে নন্দদুলালকে ও দুপুরে প্রতীপকে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। রেব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম বিষয়গুলো নিশ্চিত করেন। কক্সবাজার আদালতে সাবেক ওসি প্রদীপসহ ৪১ জনের বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।