মেজর সিনহা নিহতের ঘটনায় সময় যত অতিবাহিত হচ্ছে ততই সৃষ্টি হচ্ছে নানা রহস্যের ধুসর জাল
- আপডেট সময় : ০২:২৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
কক্সবাজারে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় সময় যত অতিবাহিত হচ্ছে ততই সৃষ্টি হচ্ছে নানা রহস্যের ধুসর জাল। হত্যাকান্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় একটি ক্যামেরাসহ যে ২১টি আলামত জব্দের কথা উল্লেখ করা হয় সেখানে মেমোরি কার্ড জব্দের কথা বলা হয়নি। গায়েব হয়ে গেছে সিনহার ল্যাপটপটিও। এছাড়া সিফাত-শিপ্রা কারাগার থেকে মুক্ত হওয়ার পর তাদের জবানবন্দিও বেশ গুরুত্ব সহকারে দেখছে তদন্তকারী সংস্থা।
কি বলবেন, শিপ্রা? কি-ই বা এমন অজানা রহস্য লুকিয়ে আছে মেজর সিনহা হত্যা কান্ডের পেছনে? তাহলে কি সিনহা বড় ধরণের কোন গোপন তথ্য জেনে গিয়ে ছিলেন? নাকি অন্য কিছু ? সেটি হয়তো বেরিয়ে আসবে তদন্তের চুড়ান্ত প্রতিবেদনে।চানচল্যকর এ ঘটনায় সিনহার সহযোগি সিফাতের পায়েও গুলি লেগেছিলো মর্মে সামাজিক যোগাযোগের মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ হয়। কিন্তু সেটি কেবলই গুজব বলে জানিয়েছেন সিফাত।
মেজর সিনহার ইউটিউব চ্যানেল ‘জাস্ট গো’এর অভিনেত্রী ছিলেন শিপ্রা। ইংরেজিতে সিনহার ভয়েস দেয়া একটি ডকুমেন্টারী ও প্রকাশ পায় মৃত্যুর আগে। এরপর কক্সবাজারে এসে একমাস ধরে দ্বিতীয় ডকুমেন্টারীর কাজ করছিলেন তিনবন্ধু সিনহা, সিফাত এবং শিপ্রা। এরিমধ্যে ঘটে যায় বন্ধুত্বের বিয়োগান্তিক সেই ঘটনা। সিনহা হত্যাকান্ডে পুলিশবাদী হয়ে করা মামলা দু’টির তদন্তভার এখনর রেবের হাতে। এরি মধ্যে তিনজন সাক্ষিকে আটক করেছে তারা।