মেজর সিনহা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু
- আপডেট সময় : ০১:১৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৭০০ বার পড়া হয়েছে
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে। দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্যগ্রহণ চলছে। চলবে টানা তিন দিন। প্রভাবমুক্তভাবে বিচার প্রক্রিয়া চলার আশা করছে আসামি পক্ষ।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, মামলার বাদী ও নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস আদালতে প্রথমে সাক্ষ্য দিচ্ছেন। এ ছাড়া সিনহার ডকুমেন্টারি টিমের সদস্য সাহিদুল ইসলাম প্রকাশ সিফাত, টেকনাফ মিনাবাজারের মোহাম্মদ আলী, শামলাপুরের মোঃ আবদুল হামিদ এবং মোঃ ইউনুস আজ সাক্ষ্য দেয়ার কথা রয়েছে। টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ আসামি আদালতে উপস্থিত আছেন। ২০২০ সালের ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। এক বছরের কম সময়ে বিচারের জন্য প্রস্তুত হয় চাঞ্চল্যকর সিনহা হত্যা মামলা। ২৭ জুন চার্জ গঠন করে ২৬ জুলাই সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হলেও, তা গতি পায়নি করোনা সংক্রমণের কারণে। আজ সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুরু হলো বিচার প্রক্রিয়া।
প্রধান আসামি পরিদর্শক লিয়াকত ও ওসি প্রদীপ দাশসহ চার্জশিটভুক্ত ১৫ আসামির সাক্ষ্যগ্রহণ রয়েছে আদালতের কার্যতালিকায়।