মেজর সিনহা হত্যা মামলার দ্বিতীয় দফা সাক্ষ্য গ্রহণ চলছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের বহুল আলোচিত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা মামলার দ্বিতীয় দফা সাক্ষ্য গ্রহণ চলছে।
সকাল ৯টার কিছু সময় পর কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ওসি প্রদীপসহ ১৫ আসামীকে জেলা কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। ১০টার দিকে বিচারিক কার্যক্রম শুরু করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। সকালে মামলার অন্যতম সাক্ষি টেকনাফের বাহারছড়া শামলাপুর এলাকার সিএনজি চালক, মামলার প্রধান সাক্ষী শারমিন শাহরিয়া ফেরদৌস, সিনহা হত্যাকান্ডের অন্যতম প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম সিফাত ও মোহাম্মদ আলীর সাক্ষ্য গ্রহণ শেষ হয় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম জানান, মামলার ৮৩ সাক্ষীর মধ্যে ১ থেকে ১৫ জনকে আদালত সমন জারী করে। সমন অনুযায়ী ধারাবাহিকভাবে সব সাক্ষির সাক্ষ্য দেয়ার কথা রয়েছে।