মেজর সিনহা হত্যা মামলার রায় আগামী ৩১ জানুয়ারী
- আপডেট সময় : ০১:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় আগামী ৩১ জানুয়ারী। সকালে শেষ দিনের যুক্তিতর্ক শেষে এ তারিখ দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল।
ন্যায়বিচার প্রত্যাশা করছেন নিহত সিনহার পরিবার। অন্যদিকে, আসামীপক্ষ বলছে সব অভিযোগ থেকে মুক্ত হবে আসামীরা। সকাল সাড়ে ১০টার দিকে আদালতে আসামি বরখাস্ত ওসি প্রদীপের পক্ষে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত তার অসমাপ্ত যুক্তিতর্ক শুরু করেছেন। এরপর চলে রাষ্ট্রপক্ষের এবং বাদীপক্ষের আইনজীবীদের সর্বশেষ সওয়াল-জবাব। ৮ দফায় গত ৭ ডিসেম্বর ৮৩ জন সাক্ষির মধ্যে ৬৫ জন সাক্ষ্য দিয়েছেন, শেষ হয়েছে জেরা। মোট ৬৫ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ এবং জেরা সম্পন্ন হওয়ার পর কার্যবিধি ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য গ্রহণ করেছিল আদালত। একই সাথে ৯ জানুয়ারি থেকে আজ পর্যন্ত যুক্তিতর্কের জন্য দিন ধার্য্য করেছিল আদালত। ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।