মেজর সিনহা হত্যাকান্ড পূর্ব পরিকল্পিত : দাবি বাদীর
- আপডেট সময় : ০৭:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
কক্সবাজারের বহুল আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা মামলার বিচারিক কার্যক্রমের দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষে, মিডিয়া ট্রায়ালের অভিযোগ তুলেছেন বরখাস্ত ওসি প্রদীপের আইনজীবী রানা দাশ গুপ্ত। তবে, অভিযোগ নাকচ করে দিয়ে সুষ্ঠু বিচারের জন্য আসামী পক্ষের আইনজীবীদের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ফরিদুল আলম। দু’দিনে ১০ জনের সাক্ষ্য নেয়ার কথা থাকলেও মাত্র একজনের সাক্ষ্য গ্রহণ করতে পেরেছে আদালত।
হাসি মুখেই কারাগার থেকে আদালতে আসেন বহুল আলোচিত বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। এজলাসে ঢোকার সময় দরজার বাইরে সাংবাদিকদের বলেন- আমাকে আর নতুন করে চিনিয়ে দেবার দরকার নেই।
সকাল সাড়ে ১০টার দিকে আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয়। প্রথমে মামলার প্রধান আসামী বরখাস্ত ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ ও লিটনের পক্ষে তাদের আইনজীবীরা, বাদী শারমিনকে দীর্ঘ চার ঘন্টা জেরা করেন।
আদালত থেকে বের হয়ে এসেই মিডিয়া ট্রায়ালের অভিযোগ তোলেন ওসি প্রদীপের আইনজীবী রানা দাশ গুপ্ত। বলেন, বাদীর এজাহার আর সাক্ষ্যে মিল নেই।
তবে, এমন অভিযোগ নাকচ করে দিয়ে সুষ্ঠু বিচারিক কার্যক্রমের জন্য আসামী পক্ষের আইনজীবীদের সহযোগিতা চান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
নিহত মেজর সিনহার ‘জাস্ট গো’ ডকুমেন্টারি ফিল্ম টিমের সদস্য ছিলেন মামলার অন্যতম সাক্ষী সিফাত। বিকেলে তার সাক্ষ্য নেয় আদালত।
২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।