মেডিকেল কলেজে নিজ খরচে দু’টি ক্লাসরুম তৈরী করে দিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সদ্য প্রতিষ্ঠিত মাগুরা মেডিকেল কলেজে নিজ খরচে দু’টি ক্লাসরুম তৈরী করে দিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
সকালে মাগুরা সদর হাসপাতালে নবনির্মিত এ ক্লাসরুমের শুভ উদ্বোধন করা হয়। মাগুরা মেডিকেল কলেজে দ্বিতীয় ব্যাচের ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। ক্লাসরুমের অভাব থাকায় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ব্যক্তিগত উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে এ ক্লাসরুম তৈরী করে দেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কলেজের অধ্যক্ষ রতন কুমার সাহার হাতে নতুন ক্লাসরুমের চাবি তুলে দেন।