মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের ১২ সদস্য গ্রে’প্তার
- আপডেট সময় : ০৯:১২:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। এদের মধ্যে ৭ জন চিকিৎসক। দুপুরে রাজধানীর মালিবাগে সংস্থাটির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। তিনি জানান, এই চক্রটি ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ১০ বার প্রশ্নফাঁস করে অবৈধ উপায়ে হাজার হাজার অযোগ্য শিক্ষার্থীকে মেডিকেল কলেজে ভর্তি করিয়ে কোটি কোটি টাকা লুটেছে।
১৬ বছর ধরে প্রশ্নফাঁসের মধ্যেমে কয়েক হাজার শিক্ষার্থীকে মেডিকেল কলেজে ভর্তি করিয়ে কোটি কোটি টাকা আয় করে আসছে একটি চক্র। এদের মধ্যে ৭ জন চিকিৎসক। আর সক্রিয় সদস্য মোট ৮০ জন । অবশেষে এই চক্রের প্রধানসহ ১২ জনকে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে সিআইডি।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৯টি মোবাইল , চারটি ল্যাপটপ নগদ ২ লাখ টাকা, বিদেশি মুদ্রা সহ বিভিন্ন ব্যাংকের চেক বইও উদ্ধার করা হয়।
সি আই ডি প্রধান বলেন, তদন্তে যাদের বিরুদ্ধে অবৈধভাবে মেডিকেলে ভর্তির প্রমাণ পাওয়া যাবে তাদের ছাত্রত্ব বাতিলে ব্যবস্থা নেয়া হবে।
এই চক্রটি ১০ বার মেডিকেল ভর্তির প্রশ্নফাঁস করেছে বলেও জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া ।