মেডিকেল বোর্ডের পর্যালোচনার পর বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপার্সন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
শারীরিক পরীক্ষা-নিরীক্ষা এবং মেডিকেল বোর্ডের পর্যালোচনার পর বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির তৃতীয় দিনে চলছে তাঁর পরবর্তী পরীক্ষা নিরীক্ষা।
আর্থাইটিজ, ডায়াবেটিস ও চোখের সমস্যার পরীক্ষা নিরীক্ষা চলছে। ১০ চিকিৎসকের দল তাঁকে সার্বক্ষনিক নীবিড় পর্যবেক্ষনে রেখেছেন। খালেদা জিয়া আগের চাইতে ভালো আছেন, জানিয়ে বুধবার তার চিকিৎসকরা জানিয়েছিলেন, খালেদা জিয়া করোনার সংক্রমণ থেকে রক্ষা পেয়েছেন। মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তার বাসভবন ফিরোজায় আরও ৮জন ব্যক্তিগত স্টাফও আক্রান্ত হন। বর্তমানে তিনিসহ ৪জন করোনা পজেটিভি রয়েছেন।