শেষ হাসি কে হাসবেন, মেসি না এমবাপে? (ভিডিও)
- আপডেট সময় : ০৭:২৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
সুফিয়ান ফারাবী, ঢাকা
এবারের বিশ্বকাপে স্পেন ও পর্তুগালের মতো শক্তিশালী দলগুলোকে হারিয়ে সবাইকে চমকে দিয়ে মরক্কো যখন সেমিফাইনাল পর্যন্ত চলে আসে তখন অনেকেই ভেবেছিল ফ্রান্সের সঙ্গেও হয়তো কোন চমক দেখাবে, মরোক্কো।
কিন্তু ফাইনালের টিকিট নিশ্চিতের এই ম্যাচে, মরক্কোকে কোন প্রকার ছাড় না দিয়ে, বিজয় ছিনিয়ে নেয় এমবাপের দল, ফ্রান্স। সেমিফাইনালের এই ম্যাচটি ছিল দারুন উত্তেজনাময়। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে বিজয়ী হতে, খেলতে হয়েছে সে’রাটা দিয়েই। প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে আসা মরক্কো ছিল ফ্রান্সের জন্য, এক শক্তিশালী প্রতিপক্ষ। খেলার পুরোটা সময় জুড়েই, ছন্দে ছিল মরক্কো। তবে ফ্রান্সের অভিজ্ঞতার কাছে নতি স্বীকার করে 2-0 গোলের হার, মেনে নিতে হয় মরক্কোকে।
এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়নরা আবারো চ্যাম্পিয়ন হতে বেশ ফুরফুরা মেজাজে খেলছে। অন্যদিকে বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসির দল আর্জেন্টিনাও বিজয়ী হতে বদ্ধপরিকর। বিশেষত এটি লিওনেল মেসির সর্বশেষ বিশ্বকাপ। তাই শেষ আসরে বিজয়ী হয়ে শেষটা সুন্দর করতে চায় মেসি।
সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসি ছিল অপ্রতিরোধ্য। নিজে গোল করেছেন, গোল করিয়েছেন অন্যদের দিয়েও। সেমিফাইনালে জয় পাওয়ার সেই ম্যাচে দারুণ খেলেছিল মেসি। যেকোনো মূল্যে শিরোপা হাতে নিয়ে দেশে ফিরতে চায় সবচেয়ে বেশিবার ফুটবল বিশ্বকাপ খেলা, এই তারকা।
তবে মেসি ফাইনাল খেলতে পারবে কিনা, তা নিয়ে কিছুটা সন্দেহ তৈরি হয়েছে। নিজের সেরাটা খেলতে গিয়ে, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গত ম্যাচে কিছুটা চোট পেয়েছিলেন এই তারকা। তবে তার গুরুতর অসুস্থতার কথা এখনো কোনো গণমাধ্যমে পাওয়া যায়নি। মেসি ভক্তদের আশা, শিরোপা জয়ের এই ম্যাচে মেসি খেলবেন এবং চমক দেখাবেন।
এদিকে এবারের আসরে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স অপ্রতিরোধ্য। এমবাপের এই দলকে সুপার ফে’ভা’রিট বলতেই হবে। গেলবারের বিশ্বকাপ জয় ও অভিজ্ঞ প্লেয়ারে ভরপুর এই দলটি টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে চাই। নাম দেখাতে চায় ব্রাজিল ও ইতালির সঙ্গে। সর্বশেষ ১৯৬২ সালে পরপর দুবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর দীর্ঘ ষাট বছরেও টানা দ্বিতীয়বার কেউ চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সেই লক্ষ্য ছুঁতে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলবে ফ্রান্স।
শিরোপা জয়ের সেই ম্যাচটি শুধু চ্যাম্পিয়ন নির্ধারণ করবে না। এই ম্যাচে একই সাথে নির্ধারিত হবে গোল্ডেন বুট ও গোল্ডেন বলের বিজয়ী। সবচেয়ে বেশি গোল করেছেন যে দুজন খেলোয়াড় তারাই মুখোমুখি হবেন ফাইনালে। কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসি দুজনেই পাঁচটি করে গোল করেছেন এবারের আসরে। এছাড়াও দুজনের পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। তাই শিরোপা জয়ের লড়াইটা যেমন ফাইনালে গুরুত্ব পাবে তেমনি ভাবে গোল্ডেন বুটের অধিকারী কে হবেন সেটিও থাকবে আলোচনায়।
সবদিক মিলিয়ে এবারের বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াই হবে অন্য যেকোনো বারের চেয়ে উত্তেজনাময়। প্রসঙ্গ যখন আর্জেন্টিনার, মাঠে যখন মেসি তখন স্বাভাবিক নিয়মেই আলাদা গুরুত্ব পাচ্ছে এবারের শিরোপার লড়াই।