মেহেরপুরে করোনার মধ্যে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
- আপডেট সময় : ০৮:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
মেহেরপুরে করোনার মধ্যে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ফলে আরো আতংক তৈরি হচ্ছে নাগরিকদের মাঝে। তবে ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। এদিকে, পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার ওষুধ স্প্রেসহ নানা কর্মসূচি নেয়ার দাবি করেছে পৌর কর্তৃপক্ষ।
মেহেরপুর শহরে প্রতিরোধমূলক বিভিন্ন কর্মসূচি থাকলেও গ্রামে নেই কোনো কার্যক্রম। এই করোনাকালে বাড়ছে ডেংগু আতংক। মেহেরপুর ও গাংনী পৌর এলাকায় প্রথম পর্যায়ে এডিস মশার লার্ভা নষ্ট করতে ওষুধ স্প্রে করা হচ্ছে। শহরের রাস্তা-ঘাট ও ড্রেন পরিস্কার এবং জনসচেতনতায় কাজ করছে পৌর কর্তৃপক্ষ। পৌরবাসীর দাবি, মশা নিধন আরো বাড়াতে হবে।
সিভিল সার্জন জানান, ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের কার্যক্রম শুরু করা হয়েছে। অন্যান্য সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে কর্মসুচি জোরদার করা হবে।
নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহবান জানান, মেয়র।
গত বছর জেলায় পাঁচ শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। এর মধ্যে গাংনী উপজেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল।