মেহেরপুরে গরুর লাম্পি স্কিন রোগে শংকিত খামারিরা
- আপডেট সময় : ০৫:০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭১৭ বার পড়া হয়েছে
মেহেরপুরে গরুর লাম্পি স্ক্রীন রোগে শংকিত খামারীরা। আক্রান্ত হয়ে ইতোমধ্যে মারা গেছে অনেক গরু। ভ্যাকসিন না থাকায় এন্টিবায়েটিক দিয়ে চিকিৎসা করছে প্রাণিসম্পদ বিভাগ। অভিযোগ উঠেছে মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের।
মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস এটি । খামারীরা গত কয়েকদিন লাম্পি স্কীন রোগে আক্রান্ত গরু নিয়ে ভিড় করছেন এখানে। অনেক ক্ষেত্রে ওষুধে কাজ হচ্ছে না বলেও অভিযোগ তাদের। মেয়াদোর্ত্তীণ ওষুধ দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে এমন অভিযোগেরও সত্যতা মেলে ক্যামেরায়।
রোগটির প্রকোপ বেড়ে যাবেন এমন আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় খামারীরা। বড় গরুর চেয়ে বাছুরের মৃত্যুর হার বেশি। সারিয়ে তুলতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করতে হচ্ছে। ফলে সময়ের সাথে সাথে বাড়ছে ব্যয়ের পরিমাণ।
অতিরিক্ত সম্মানী নেয়া ও মেয়াদোত্তীর্ন ওষুধ ব্যবহার সম্পর্কে জানতে ভেটিনারী সার্জনের অফিসে গেলে সেখানেও মেয়াদোত্তীর্ন কিটের সন্ধান পাওয়া যায়। তবে বেশি সম্মানী নেয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।
রোগটি ভাইরাস জাতীয় ব্যাধি এবং মশা মাছিতে ছড়ায় বলে খামারীদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। একইসঙ্গে জন্তুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলা হয়েছে।
প্রানিসম্পদ বিভাগের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে খামারীরা।