মেহেরপুরে তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্থ বোরো বীজতলা
- আপডেট সময় : ১২:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
মেহেরপুরে তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্থ বোরো বীজতলা। কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে অনেক বীজতলা পঁচে মরে যাচ্ছে। ফলে বোরো ধান আবাদে চারা সংকটের আশংকা করছে চাষীরা। তবে কৃষি বিভাগ বলছে কোল্ড ইনজুরির কারণে ধান রোপণ বা উৎপাদনের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না।
মেহেরপুর জেলায় চলতি মৌসুমে ২০ হাজার ১৭০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে বীজতলা করা হয়েছে ১ হাজার ৮০ হেক্টর জমিতে। কিন্তু তীব্র শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় ক্ষতির মুখে পড়েছে এসব বীজতলা। কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে অনেক বীজতলা পচে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে বোরো ধান আবাদ করতে চারা সংকটের আশংকা করছেন চাষীরা। তবে যারা আদর্শ বীজতলা তৈরী করে পলিথিন দিয়ে ঢেকে রেখেছে তাদের বীজতলা নষ্ট হয়নি।
প্রান্তিক চাষীরা জানান, প্রতিকাঠা জমি এক হাজার টাকায় লীজ দিয়ে বোরো বীজতলা তৈরী করা হয়। এখন এই বীজতলা ঠান্ডাজনিত কারণে মরে গেলে কাংখিত জমিতে সময়মতো চারা রোপণ করা যাবে না।
বোরো বীজতলাকে কোল্ড ইনজুরি থেকে বাঁচাতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়ার দাবি কৃষি বিভাগের। সূর্য্যের আলো কম থাকায় বীজতলায় সমস্যা হলেও কোল্ড ইনজুরির কারণে ধানচাষে কোনো প্রভাব পড়বে না বলে জানান কৃষি কর্মকর্তারা।