মেহেরপুরে ফলন বিপর্যয়,পঁচে যাচ্ছে করলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
মেহেরপুরে এবার করলা চাষে ফলন বিপর্যয় হয়েছে। অতিবর্ষনে বেশিরভাগ গাছ মরে গেছে। বেঁচে থাকা গাছগুলোতে দেখা দিয়েছে নানা রোগ-বালাই। পঁচে যাচ্ছে করলা। তবে, দাম ভালো থাকায় লোকসান হচ্ছেনা চাষীদের।
মেহেরপুরে প্রতিবছরই করলার চাষ ভালো হয়। কিন্তু, এ বছর অতিবর্ষনে ফলন বিপর্যয়ে পড়েছে চাষী। বাজারে দাম ভালো থাকায় লোকসান হচ্ছেনা। তবে, কাংখিত লাভও পাচ্ছেনা চাষীরা।অতিবর্ষণে গাছ মরে গেছে। বেঁচে যাওয়া গাছ থেকে কাংখিত ফলন পাচ্ছেনা চাষী। বিঘা প্রতি করলা চাষে খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। জেলায় এবার ৫৫০ হেক্টর জমিতে করলা চাষ হয়েছে।
করলার চাহিদা থাকায়, ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারছে চাষীরা।পরিস্থিতি মোকাবেলায় চাষীদের পরামর্শ দিচ্ছে, কৃষি বিভাগ।লাভজনক হওয়ায় মেহেরপুরে করলা চাষ বেশ জনপ্রিয়। ফলন বিপর্যয় কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা চেয়েছে চাষীরা।