মেহেরপুরে রাজা সান নামক বাধাকপির বীজে প্রতারিত শত শত কৃষক
- আপডেট সময় : ০২:১৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ১৭৫৪ বার পড়া হয়েছে
মেহেরপুরে রাজা সান নামক বাধাকপির বীজে প্রতারিত শত শত কৃষক। গাছ বড় হলেও বাধেনি কপি। এতে দুই কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকদের। এদিকে মন্ত্রণালয়ে বাতিলের সুপারিশের পরও কিভাবে এ বীজ বাজারে এলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বীজ প্রত্যয়ন অফিসার। জানতে চাইলে বীজ উদ্যোক্তারা এসএ টিভির প্রতিণীধিকে নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করেন।
চলতি মৌসূমে জেবিটি নামের বীজ কোম্পানিটি কৃষকদের মাঝে জেলায় ৪০ কেজি বীজ বিক্রি করেছে। সেই বীজ ক্ষেতে রোপন করে কৃষক। এখন জমি থেকে কপি কাটার সময়। অথচ একটি কপিরও দানা বাধেনি। বিঘা প্রতি জমিতে খরচ হয়েছিলো ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা। এখন সব টাকা পানিতে গেল।
এমন অবস্থায় জমি থেকে কপির গাছ কেটে ফেলে দিতে হচ্ছে। এ আবাদে একটি টাকাও ঘরে তুলতে পারলো না কৃষকেরা। এর আগেও রাজা সান নামক জাতের কপির বীজে প্রতারিত হয়েছিলেন তারা।
ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন কৃষকেরা। এমন ক্ষতির বোঝা মাথায় নিয়ে কিভাবে অন্য আবাদে যাবেন তা নিয়ে শঙ্কা তাদের। মুঠোফোনে কৃষকদের ক্ষতির কথা জানতে চাইলে নিউজ বন্ধের জন্য চাষ্টা চালন বীজ উদ্যোক্তা দয়াল রানা।
জাতটি মন্ত্রণালয়ে বাতিলের সুপারিশ করার পরও কিভাবে বাজারত হলো এ নিয়ে হতবাক জেলা বীজ প্রত্যয়ন অফিসার। আর কৃষকরা লিখিত আবেদন করলে ক্ষতিপূরণের আশ্বাসদেন কৃষি কর্মকর্তার।