মেহেরপুরে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ
- আপডেট সময় : ০৯:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৫১৯ বার পড়া হয়েছে
মেহেরপুরে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। ৩ দিনে ২৫০ জন রোগী আক্রান্ত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে বেশির ভাগ ডায়রিয়ায় আক্রান্ত রোগী মেহেরপুর পৌর এলাকার। প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬০ থেকে ৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এদিকে, ফরিদপুরে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় শুধুমাত্র ফরিদপুর জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছে ৭৩ জন রোগী।
হাসপাতালে ভর্তি বেশির ভাগ রোগী অভিযোগ করেন, মেহেরপুর পৌরসভা সরবরাহ করা সাপ্লাই পানি পান করার পর থেকেই ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন। এপ্রিল মাস জুড়ে প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জেলাবাসী। বৃষ্টির না হওয়ায় দিন-দিন বেড়েই চলছে দিনের তাপমাত্রা।
রোগীর চাপ বাড়লেও সীমিত লোকবল নিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ফরিদপুরে রোগীর সংখ্যা বাড়তে থাকায় অনেকেই হাসপাতালের বেড না পেয়ে বারান্দায় নিতে দেখা গেছে। একদিকে বেড সংকট অন্যদিকে দালালদের কারনে রোগী ও তাদের স্বজনেরা অতিষ্ঠ হয়ে উঠেছেন।
হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, গত কয়েকদিনে রোগীর সংখ্যা আশংকাজনক হারে বেড়েছে। বেডের সংখ্যা কম থাকায় তাদের সেবা দিতে গিয়ে কিছুটা সমস্যা হচ্ছে।
স্থানীয় সকল পর্যায়ের জনসাধারনকে রোজার মধ্যে ভাজাপোড়া এবং খোলা, বাসি খাবার থেকে সর্তক হবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।