মেয়াদ শেষ হলেও অবৈধভাবে অধ্যক্ষ পদ দখল করে কলেজ পরিচালনার অভিযোগ
- আপডেট সময় : ০৮:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সিলেটের একটি এমপিওভুক্ত কলেজে চাকরির মেয়াদ শেষ হলেও প্রায় আড়াই বছর ধরে অবৈধভাবে অধ্যক্ষ পদ দখল করে কলেজ পরিচালনার অভিযোগ উঠেছে। গ্র্যাচুয়িটির টাকা আত্মসাৎসহ নিয়ম বহির্ভূতভাবে বেতন-ভাতা উত্তোলনও করছেন এই অধ্যক্ষ। কোন শিক্ষক বা গভর্ণিং বডির সদস্য তার বিরুদ্ধে কথা বললে নানা অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠিত হলেও এ পর্যন্ত কোন সুরাহা হয়নি।
সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় মঈনউদ্দিন আদর্শ মহিলা কলেজ।১৯৮৬ সালে তা এমপিওভুক্ত হয়। ২০০৯ সালে কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব নেন মো: গিয়াস উদ্দিন।
নিয়ম অনুযায়ী বেসরকারি কলেজের অধ্যক্ষের মেয়াদ কাল বয়সের সর্বোচ্চ ৬০ বছর। সেই মেয়াদ শেষ হয়েছে ২০১৮ সালের মার্চে। পরবর্তীতে গভর্নিং বডির সিদ্ধান্তে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমতিতে আরো ২ বছর অধ্যক্ষের দায়িত্ব পালন শুরু করেন তিনি। ঐ অনুমোদনের মেয়াদ শেষ চলতি বছরের মার্চে। কিন্তু এখনো অবৈধভাবে এখনো কলেজ পরিচালনায় বহাল আছেন ঐ অধ্যক্ষ। ভোগ করছেন সকল সুযোগ সুবিধা।
শিক্ষা মন্ত্রনালয়ের জনবল কাঠামো ২০১৮ পরিপত্র অনুযায়ী কোনভাবে বা কোন ধরনের চুক্তিতেই এই অধ্যক্ষ নিজ পদে থাকার এখতিয়ার রাখেন না। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু তদন্ত কমিটিকে তথ্য না দিয়ে অসহযোগিতা করছেন ঐ অধ্যক্ষ।
অধ্যক্ষের এধরনের কর্মকান্ড নৈতিক অবক্ষয়ের উদাহরণ বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।