মেয়াদ শেষের ৬ বছরেও হয়নি অর্ধেক কাজ
- আপডেট সময় : ০৬:৪১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
যে মহাসড়ক নিয়ে মানুষের এত স্বপ্ন, এত প্রত্যাশা-সেই মহাসড়ক নির্মাণ কাজ চলছে ধীরগতিতে। ফলে ঢাকা-বগুড়া-রংপুর সড়কে প্রতিদিন শত শত গাড়ি আটকে তৈরি হচ্ছে যানজট। এতে ভোগান্তি বেড়েছে যাত্রী ও পরিবহন কর্মীদের।
সারাদেশে সড়ক যোগাযোগ নিরাপদ করতে ২০১৬ সালে উত্তরাঞ্চলে চারলেন সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়। সাসেক-টু প্রকল্পের আওতায় এলেঙ্গা হাটিকুমরুল থেকে বগুড়া হয়ে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার মহাসড়ক নির্মাণের কাজ করছে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২১ সালের আগষ্টে কাজ শেষ হওয়ার মেয়াদ থাকলেও ৬ বছরেও হয়নি অর্ধেক কাজ।
বৃষ্টি, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি, জমি অধিগ্রহণসহ নানা জটিলতায় নির্মাণ কাজের গতি কমেছে। বেড়েছে মানুষের দুর্ভোগ। কাজের মান নিয়েও উঠেছে নানা প্রশ্ন।
প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানালেন, ঠিকাদার প্রতিষ্ঠানের এই প্রকৌশলী।
জনস্বার্থে দ্রুত নির্মাণ কাজ শেষ করতে সংশ্লিষ্ট বিভাগকে তাগাদা দেয়া হবে। জানালেন, স্থানীয় সংসদ সদস্য।
প্রকল্প সংশ্লিষ্টরা বলেছেন, নির্মাণ কাজের সময় বেড়েছে, বেড়েছে ব্যয়। সরকারীভাবে আগামী নির্বাচনের আগেই কাজ শেষ করার তাগাদা দেয়া হচ্ছে।