মৈত্রী সেতু বাংলাদেশ-ভারতের মধ্যে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে
- আপডেট সময় : ০৮:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
মৈত্রী সেতু, বাংলাদেশ – ভারতের মধ্যে কেবল একটি সেতুবন্ধন নয়, এটি দু’দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এ সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের কানেক্টিভিটি বাড়বে। ফলে এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগও বাড়বে। ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু উদ্বোধনের অনুষ্ঠানে দুই সরকার প্রধান এ আশা প্রকাশ করেন।
সীমান্তে প্রথম যে নদীসেতু যুক্ত করলো বাংলাদেশ ও ভারতকে, তার নাম মৈত্রীসেতু। সেতুর একপ্রান্তে দক্ষিণ ত্রিপুরার সাবরুম শহর, অন্যপ্রান্তে বাংলাদেশের রামগড় – আর চট্টগ্রাম বন্দরে সহজ অ্যাকসেসের মাধ্যমে এটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যবসা-বাণিজ্যের ছবিটাই আমূল বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই সেতুটির উদ্বোধন করেন। ত্রিপুরায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের সরকার প্রধান বলেন, রাজনৈতিক সীমানা যেন দুই দেশের সীমান্তে বাধা হয়ে না দাঁড়ায়। দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, শুধু বন্দর নয়, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরও ব্যবহার করতে পারবে ত্রিপুরা।
প্রায় দু’কিলোমিটার লম্বা এই সেতুটির উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আন্তঃযোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণে এমন যৌথ উদ্যোগ ভবিষ্যতেও নেয়ার বিষয়ে আশাবাদী দুই দেশের সরকার প্রধান।