মোটর সাইকেল চোর ও ডাকাত চক্রের ২০ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৮:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
মোটর সাইকেল চোর ও ডাকাত চক্রের ২০ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় ১৫টি চোরাই মোটর সাইকেল উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত প্রাডো গাড়ি উদ্ধার করা হয়।
সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর গোয়েন্দা প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকাতির ঘটনায় মূল হোতা বরখাস্ত শাহিনসহ পাচ আসামীকে গ্রেফতার করেছে রমনা ডিবি। গুরুতর অপরাধে ২০০৮ সালে বরখাস্ত শাহিনের নামে বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে আসামীরা ডাকাতি করছে বলেও জানান ডিবি প্রধান।
২০ লাখ টাকা ডাকাতির প্রস্তুতিকালে পল্টন এলাকা থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে রমনা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতদের নামে অস্ত্র, ছিনতাইসহ ডাকাতির একাধিক মামলা রয়েছে।
রাজধানী ঢাকা ও নোয়াখালীর চাটখিলে অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা গোয়েন্দা বিভাগ। এসময় তাদের কাছ থেকে ১৫টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। বিগত কয়েক বছর ধরে ঢাকা থেকে মোটর সাইকেল চুরি করে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ি এলাকায় বিক্রি করছে বলে গোয়েন্দাদের কাছে স্বীকার করেছে আসামী মোহাম্মদ আলী।