মোদির আগমন উপলক্ষে শ্যামনগরে সাজ সাজ রব
- আপডেট সময় : ০৫:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে চলছে সাজ সাজ রব। ২৭ মার্চ উপজেলার ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করবেন তিনি। জেলাজুড়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৭ মার্চ সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুরে যশোরেশ্বরী দেবির মন্দির পরিদর্শন করবেন। ইতিমধ্যে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার সংশ্লিষ্টদের নিয়ে মন্দির ঘুরে দেখেছেন। জেলার বিভিন্ন বিভাগের প্রধান ও প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়েছে।এছাড়া, ভারতীয় ডেপুটি হাইকমিশনার, বিভিন্ন মন্ত্রনালয়ের সচিবসহ মোদির নিরাপত্তা কর্মীরা সাতক্ষীরা ঘুরে গেছেন। মন্দির এলাকায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্দিরে প্রতিবছর শ্যামা কালীপূজা অনুষ্ঠিত হয়। তাছাড়া, প্রতি শনি ও মঙ্গলবার পূজা অর্চনায় শত শত ভক্তের সমাগম ঘটে।
মোদির আগমন উপলক্ষে আনন্দের জোয়ার বইছে বলে জানান, পুরোহিত। ইতিমধ্যে মন্দির এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি চলছে বলে জানান,পুলিশ সুপার।ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্ততি নেয়া হয়েছে বলে জানান, জেলা প্রশাসক।
মন্দিরের অবকাঠামো উন্নয়নসহ তিনটি হেলিপ্যাড ও রাস্তা নির্মান করা হচ্ছে।