মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার
- আপডেট সময় : ০৯:০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪২ বার পড়া হয়েছে
মোবাইল অ্যাপসের মাধ্যমে অস্বাভাবিক মুনাফার লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে ঢাকার মিরপুর থেকে একজনকে গ্রেফতার করেছে সিআইডি। পুলিশের দাবি, কয়েকদিনে সেইফ সোর্স বিডি নামে একটি মোবাইল অ্যাপস ব্যবহার করে অভিনব পদ্ধতিতে প্রায় ৩শো গ্রাহকের কাছ থেকে কয়েকলাখ টাকা হাতিয়ে নিয়েছে তুষার হোসেন নামে ওই ব্যক্তি। প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্রও নেই বলে জানিয়েছেন সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মোস্তফা কামাল।
প্রায় ৬মাস আগে সেইফ সোর্স বিডি নামে এই মোবাইল অ্যাপস তৈরি করে ব্যবসা শুরু করেন সৈয়দ তুষার হোসেন। প্রচার করা হয়, এক লাখ টাকা বিনিয়োগ করলে প্রতিদিন ৩০০-৩৯০ টাকা হারে বছরে ১লাখ ৪২ হাজার ৩৫০ টাকা পর্যন্ত অর্থাৎ ১৪২ শতাংশ হারে মুনাফা দেবে প্রতিষ্ঠানটি। এভাবে বিনিয়োগের নামে অর্থ সংগ্রহের কোনো বৈধ অনুমোদন না থাকায় সিআইডি’র টিম অভিযান চালিয়ে ওই প্রতারককে গ্রেফতার করে।
মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার জানান, প্রতিষ্ঠানটির ঘোষণা দেয়া অস্বাভাবিক মুনাফা’র লোভে শতশত মানুষ না বুঝেই ওই মোবাইল অ্যাপসের মাধ্যমে টাকা বিনিয়োগ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি প্রতারণার কথা স্বীকার করেছে জানিয়ে মোস্তফা কামাল বলেন, এমন অনুমোদনহীন অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা অবৈধ।
অতীতে এ ধরনের ভুঁইফোড় প্রতিষ্ঠানের মাধ্যমে বহু মানুষ সর্বশান্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ না করার পরামর্শ দেন সিআইডি’র এই কর্মকর্তা।