মৌলভীবাজার ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
- আপডেট সময় : ১২:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ১৬১৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজার ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে।
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে রবীন্দ্র সিংহ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত যুবক জুড়ী উপজেলা ভূমি অফিসের কম্পিউটার অপারেটর ছিলেন। মোটরসাইকেলে জুড়ীর কর্মস্থলে যাওয়ার পথে কুলাউড়ায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে তিনি মারা যান।
সিরাজগঞ্জের সলঙ্গায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছে। সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের পরিচয় এখনো মেলেনি। হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে পাবনাগামী সয়াবিন তেলবাহী একটি ট্রাক ও কুষ্টিয়া থেকে বগুড়াগামী ধানের কুড়াবাহী অপর একটি ট্রাক গোজা ব্রিজ এলাকায় পৌঁছুলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ধানের কুড়াবাহী ট্রাকের হেলপার মারা যায়। দুই ট্রাকের ড্রাইভারই পালিয়ে গেছে।