মৌলভীবাজার সরকারী হাসপাতালে টেকনোলজিস্ট সংকটে ব্যহত হচ্ছে করোনার নমুনা সংগ্রহ
- আপডেট সময় : ০১:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
মৌলভীবাজার সরকারী হাসপাতালে টেকনোলজিস্ট সংকটে ব্যহত হচ্ছে করোনার নমুনা সংগ্রহ। ২৫০ শয্যা হাসপাতালের আইসিইউ ও ডেডিকেটেড বেডও পর্যাপ্ত নয়। এ কারনে মুমূর্ষ রোগীদের পাঠাতে হচ্ছে সিলেট অথবা ঢাকায় । সিভিল সার্জন জানান, আগামী মাসে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু করা হবে।
মৌলভীবাজারে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী। পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না পেয়ে বাড়ছে মৃত্যু। জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে মাত্র ছ’টি আইসিইউ ও ১৫৪টি ডেডিকেটেড বেড আছে। এগুলো খালি পাওয়া ভাগ্যের ব্যাপার।
জেলায় মেডিকেল টেকনোলজিস্ট পদের অর্ধেকই শূন্য। তিন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে টেকনোলজিস্টই নেই। জনবল সংকটে নমুনা সংগ্রহ ব্যাহত হচ্ছে। ১৩ জুলাই পর্যন্ত জেলায় করোনায় তিন হাজার ৮১৬ জন আক্রান্ত ও ৪০জন মারা গেছে।
নমুনা সংগ্রহের জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের চিঠি দেওয়া হয়েছে বলে জানায়, সংশ্লিষ্টরা।
সিভিল সার্জন জানান, আগামী মাসে সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু করা হবে। করোনা প্রতিরোধে চলমান সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে জেলাবাসী।