মৌলভীবাজারে ১০৩৬ টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপিত হবে
- আপডেট সময় : ০৬:৩২:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ১৮৬৫ বার পড়া হয়েছে
মৌলভীবাজার জেলায় এবার ১০৩৬ টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে ৮৮৪ টি সর্বজনীন এবং ১৫১ টি ব্যক্তিগত পূজামন্ডপ। জেলা পুলিশের তথ্য মতে ৯০টি অধিক গুরুত্বপূর্ণ, ২৯৫ গুরুত্বপূর্ণ ও ৬৫১টি সাধারণ।
দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মো: মনজুর রহমান।তিনি আরও বলেন, জেলায় ৮২টি বিটে প্রয়োজনীয় সংখ্যক অফিসার ও ফোর্স মোতায়েন করা হবে। পুলিশ সুপারের কার্যালয়ে ২টি সেক্টরে সাইবার মনিটরিং সেল গঠন, অফিসার ও ফোর্স সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাইবার মনিটরিং করবেন। পূজামন্ডপে গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর দৃশ্যমান রাখা হবে। নির্বিঘ্নে যান চলাচলের স্বার্থে গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক অফিসার ও ফোর্স মোতায়েন করা কথা জানান পুলিশ সুপার।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপাংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন ও সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানসহ আরো অনেকেই।