মৌলভীবাজারের এসিল্যান্ডের গাড়িতে ভাংচুরের মামলায় ৮ জনকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের এসিল্যান্ডের গাড়িতে ভাংচুরের মামলায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জের সহকারী কমিশনার ভূমি নাসরীন চৌধুরীর উপর হামলার ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে ৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসিল্যান্ড নিজে বাদি হয়ে গেলো রাতে এ মামলা করেন। এ ঘটনায় ৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার এসআই মনি রানী। কমলগঞ্জের ইসলামপুরের রাজকান্দি রেঞ্জের নতুন বাজারের সরকারী খাস জমিতে প্রধানমন্ত্রীর গৃহায়ন প্রকল্পের জমি উদ্ধারের কাজে যাওয়ার সময় হামলার শিকার হন এসিল্যান্ড।