মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে আটা-ময়দা মজুদ রাখা ও নায্য মূল্যে বিক্রি না করার অপরাধে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর।
মৌলভীবাজার রোড, নতুন বাজার, এহসান মার্কেটসহ বিভিন্ন জায়গায় এই অভিযান চালিয়ে ১ লাখ ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। বিভিন্ন অনিয়মের দায়ে মৌলভীবাজার রোডে অবস্থিত মেসার্স নিতাই চন্দ্র দেবকে ১০ হাজার টাকা, মেসার্স বিষ্ণুপদ রায়কে ৭০ হাজার টাকা, এহসান মার্কেটে অবস্থিত মেসার্স লোকনাথ ভান্ডারকে ৫০ হাজার টাকা অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করায় শাহ মোস্তফা পোল্ট্রি ফার্মকে ২ হাজার টাকা এবং হাজী আব্দুল মুমিন এন্ড সন্সকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।