মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপ দুইটির সম্মিলিত প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টি বেশি থাকবে
- আপডেট সময় : ০১:৫৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপ দুইটির সম্মিলিত প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টি বেশি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বেশির ভাগ এলাকায় আগামী কয়েক দিন মৃদু থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
লঘুচাপের কারণে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসময়ে সাগরও কিছুটা উত্তাল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের কারণে আগামী তিনদিনের মধ্যে কক্সবাজার ও বান্দরবান জেলায় আকস্মিক বন্যা হতে পারে। জানাচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বৃষ্টিপাতের ফলে কক্সবাজার ও বান্দরবান জেলার নদীগুলোর পানি সময় বিশেষে দ্রুত বেড়ে কোথাও কোথাও আকস্মিক বন্যা হতে পারে। একই কারণে আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। পর্যবেক্ষণাধীন পানি স্টেশনগুলোর মধ্যে ৫৭টিতে পানি বেড়েছে। আর কমছে ৪২টি নদীর পানি এবং অপরিবর্তিত একটি।