মৌসুমের শুরুতে পর্যটকের ঢল কক্সবাজারে
- আপডেট সময় : ০৯:৪৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
মৌসুমের শুরুতে পর্যটকের ঢল নেমেছে দেশের প্রধান বিনোদন কেন্দ্র পর্যটন নগরী কক্সবাজারে। বেশিরভাগ হোটেল-মোটেল পরিপূর্ণ। সমুদ্র সৈকতসহ জনপ্রিয় স্পটগুলোতে ভ্রমণ উচ্ছ্বাসে মেতেছেন দূর দুরান্তের পর্যটকরা। এদিকে সব ধরণের দুর্ঘটনা এড়াতে বরাবরের মতোই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রতিবছর নভেম্বর মাসের শুরু থেকে মার্চ পর্যন্ত ধরা হয় পর্যটন মৌসুম। এই সময়জুড়ে হাজার হাজার পর্যটকে মুখরিত হয় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এবার তার ব্যতিক্রম হয়নি।
সাগরের বিশালতাকে খুব কাছ থেকে দেখার অধির আগ্রহে বছরে অন্তত একবার হলেও প্রশান্তির শহরে ছুটে আসেন অনেক পর্যটক।
লোকে লোকারণ্য সৈকত বালিয়াড়িতে অনাবিল আনন্দ আর বিশুদ্ধ উচ্ছাসের যেন কমতি নেই। তাই সমুদ্রস্নানে জোয়ার ভাটার নিয়ম মেনে পর্যটকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন লাইফগার্ড সদস্যরা।
এদিকে সমুদ্রে প্লাস্টিক দূষণ প্রতিরোধে পর্যটকদের মাঝে সচেতনতা তৈরীর লক্ষ্যে ‘প্লাস্টিক এক্সেঞ্জ স্টোর’ নামে দু’টি বুথ স্থাপন করেছে জেলা প্রশাসন।
একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় ব্যতিক্রমী এই আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। সৈকতের সুগন্ধা ও লাবনী পয়েন্টে বসানো এসব বুথে পর্যটকদের ব্যবহৃত সিঙ্গেল ইউজ প্লাস্টিক জমা দিলেই বিনিময়ে দেয়া হচ্ছে বিভিন্ন নিত্যপণ্য।
পর্যটন মৌসুম শুরু হলেও এখনো দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে যেতে না পারার অনিশ্চিয়তায় আক্ষেপ রয়েছে পর্যটকদের মাঝে।