বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন ও এগিয়ে নেয়ার প্রয়োজনে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে : ম্যাথিউ মিলার
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ২২১৫ বার পড়া হয়েছে
২৮ অক্টোবর বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে প্রাণঘাতী সেই সহিংসতার ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
সহিংসতার মধ্যে পুলিশ ও রাজনৈতিক কর্মী হত্যা, বাস ও হাসপাতালে আগুন দেয়া অগ্রহণযোগ্য বলে জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন ও এগিয়ে নেয়ার প্রয়োজনে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে বলেও জানিয়ে দেয়া হয়।