ম্যানচেস্টার সিটির আশা গুঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ
- আপডেট সময় : ০২:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ম্যানচেস্টার সিটির আশা গুঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো রিয়াল মাদ্রিদ। এর বদৌলতে ২৯ মে শিরোপা লড়াইয়ে লিভারপুলের আতিথ্য নেবে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল। ম্যাচ জিতে নেয় ৩-১ গোলে।
সান্তিয়াগো বার্নাবুতে সেমিফাইনালের দ্বিতীয় লেগের নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়েছে লস ব্লাংকোসরা। দুই লেগে মিলে ৬-৫ ব্যাবধানে এগিয়ে থেকে ফাইনালের টিকিত নিশ্চিত করেছে রিয়াল। ড্র হলেই ফাইনালে এমন সমীকরনে খেলতে নেমে শুরু থেকেই রিয়ালের উপর চাপ সৃষ্টি করে পেপ গার্দিওলার শির্ষ্যরা। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দল। বিরতি থেকে ফিরে ৭৩ মিনিটে বার্নাডো সিলভার পাস থেকে দারুন এক গোল করেন আলজেরিয়ান তারকা রিয়াদ মাহরেজ। দুই লেগ মিলে তখন ৫-৩ ব্যাবধানে এগিয়ে যায় সিটি। ৫ মিনিটের যাদুতে প্রায় অসম্ভব হয়ে পড়া ফাইনালের হাতছানিকে বাস্তবে রূপ দেন রিয়ালের দুই তারকা রদ্রিগো ও করিম বেনজেমা। অতিরিক্ত সময়ে ২ মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে এগিয়ে নেয় রদ্রিগো। এর ৩ মিনিট পরে পেনাল্টি গোলে ফাইনালের টিকিট নিশ্চিত করে কারিম বেনজেমা।