মৎস্যখাত বৈদেশিক মুদ্রা অর্জনেও উজ্জ্বল সম্ভাবনাময় একটি খাত : রাষ্ট্রপতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন, দেশে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যখাত বৈদেশিক মুদ্রা অর্জনেও উজ্জ্বল সম্ভাবনাময় একটি খাত। কর্মসংস্থান সৃষ্টিতে এ খাতের সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ।
জাতীয় মৎস্য সপ্তাহের অংশ হিসেবে বঙ্গভবনের সিংহপুকুরে মাছের পোনা অবমুক্ত করে তিনি একথা বলেন। এ সময় রাষ্ট্রপতি রুই, কাতলা, মৃগেল, কালি বাউস, পাবদা, গুলশা, সুবর্ণ রুই, গলদা চিংড়ি ও মহাশোলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। রাষ্ট্রপতি মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এসময় উপস্থিত ছিলেন।