ময়মনসিংহ ও মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু
- আপডেট সময় : ১২:১০:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / ১৫১৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহ ও মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ফুলপুরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের মত করোনা উপসর্গ নিয়ে আলকাছ আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গেলো রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, নিহত আলকাছ আলী গত ২ আগস্ট থেকে করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ৮০ বছর বয়সী শামসুদ্দীন আহমেদের মৃত্যু হয়েছে। কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের শামসুদ্দীন আহমেদ করোনা উপসর্গ নিয়ে সিলেট শামসুদ্দীন মেডিকেল কলেজ ও প্রাইভেট হাসপাতালে গতকাল সন্ধ্যায় মৃত্যু হয়েছে। তিনি রহিমপুর গ্রামের মৃত রিয়াছত আলীর ছেলে।