ময়মনসিংহ, গাইবান্ধা ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

- আপডেট সময় : ০৪:৫৬:১১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহ, গাইবান্ধা ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল ৮ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজার এলাকায় ঢাকাগামী একটি গাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধান বোঝাই ট্রাকের ধাক্কায় মুরাদ হোসেন নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রাজাবিরাট রোডের এ দুঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে মুরাদ বাজার থেকে বাড়ী ফিরছিল পথে ট্রাকটি তাকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনারস্থলে সে নিহত হয়।
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় মোবারকগঞ্জ চিনিকল মসজিদের পেশ ইমাম হাফেজ আলহাজ্ব জালাল উদ্দিন নিহত হয়েছে। পুলিশ জানায়, তিনি কালীগঞ্জ পুরাতন হাট চাদনি এলাকায় কাচা বাজার করছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।