ময়মনসিংহ, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
- আপডেট সময় : ০১:৫০:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহ, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে।
ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী একটি সিএনজি অটোরিকশা বেলতলী এলাকায় পৌঁছলে বালু বোঝাই ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার তিন পুরুষ যাত্রী নিহত হয়।
সাতক্ষীরা নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শেখ জাহিদ হাসান ও ট্রাকের হেল্পার রিয়াজ হোসেনসহ দুইজন নিহত হয়েছে। শহরের বাঁকাল এলাকায় ইজিবাইকের ধাক্কায় নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শেখ জাহিদ হাসান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানী ঢাকায় স্কয়ার হাসপাতালে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় এলাকায় যাত্রীবাহি বন্ধন বাসের চাপায় বিথী নামে এক পোশাক নারী শ্রমিক নিহত। রাতে ভূইগড় সিকদার পাম্পে সামনে রাস্তা পার হওয়ার সময় বন্ধন নামে যাত্রীবাসি বাস তাকে চাপা দিলে আহত হয় পরে হাসপাতালে আনলে সে মারা যায়।
নওগাঁয় ট্রাকের ধাক্কায় ইদ্রিস নামে এক ভটভটি যাত্রী নিহত হয়েছে। পুলিশ জানায়, মহাদেবপুরের শিবরামপুর থেকে ভোরে ভটভটি যোগে নওগাঁ শহরে মাছ বিক্রি করতে আসছিলেন ইদ্রিস। পথে নওগাঁ শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভটভটিকে ধাক্কা দিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে নিহত হয় সে।