ময়মনসিংহে ধানের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে
- আপডেট সময় : ০২:১৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
ময়মনসিংহে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও হাঁসি নেই কৃষকের মুখে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ কৃষকরা ধানকাটা শ্রমিক সংকটে উৎপাদিত ধান ঘরে তোলা নিয়ে রয়েছেন বিপাকে। তবে কম্বাইন্ড হারভেস্টার মেশিনসহ ধানকাটা শ্রমিকের ব্যবস্থাপনায় সময়মতো ফসল ঘরে তুলতে সমস্যা হবে না বলে দাবী কৃষি বিভাগের।
ময়মনসিংহের দিগন্তজোড়া মাঠে এখন পাকা ধানের সমারোহ। ধান কেটে বাড়ী নিয়ে যাচ্ছে কৃষক। এবার বাম্পার ফলন হলেও শ্রমিক সংকটে হতাশ কৃষক। পাঁচ-ছয়শো টাকা দৈনিক মজুরির শ্রমিক এখন সাত থেকে আট’শ টাকায়ও পাওয়া যাচ্ছে না। এবছর বোরো মৌসুমে জেলায় দুই লাখ ষাট হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্র নির্ধারন করা হলেও আবাদ হয়েছে দুই লাখ একষট্টি হাজার দু’শো আশি হেক্টর জমিতে। তবে ধানের ন্যায্য মূল্য পাওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে শ্রমিক সংকটে পড়া অসহায় কৃষকের ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দেয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
আর কম্বাইন্ড হারভেস্টার মেশিনসহ স্থানীয় ধান কাটা শ্রমিকের দিয়ে, সময় মতো ফসল ঘরে তুলতে সমস্যা হবে না বলে দাবি করেছেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের এই কর্মকর্তা।
গত বছরের তুলনায় এ বছর আবহাওয়া কৃষকের অনুকুলে থাকায়-দ্রুত ধান কেটে ঘরে তুলতে পারবে এবং ধানের ন্যায্য মূল্য পাবেন বলে মনে করেন স্থানীয়রা।