ময়মনসিংহে শপথ নামের অবৈধ মাদকাসক্ত নিরাময় কেন্দ্র সিলাগালা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ব্রাহ্মপল্লীতে অবৈধ মাদকাসক্ত নিরাময় কেন্দ্র সিলাগালা করে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। শপথ নামের এই হাসপাতালটির মালিক মোয়াজ্জেম হোসেন স্বপন।অভিযানের পর চিকিৎসাধীন সাতজন রোগীকে অন্য নিরাময় কেন্দ্রে স্থানান্তর করা হয়। এ ধরনের লাইসেন্সহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গেলো ২ মার্চ নগরীর শপথ মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে লাফিয়ে একজন এবং ১৪ মার্চ প্রাপ্তি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফাঁসিতে ঝুলে দু’জন আত্মহত্যা করে।