ময়মনসিংহে সাফজয়ী আট নারী ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ
- আপডেট সময় : ০৬:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ময়মনসিংহে সাফজয়ী আট নারী ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। আর সাফ চ্যাম্পিয়ন হওয়া খাগড়াছড়ির তিন ফুটবলারকে নিজ জেলা পৌঁছলে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সন্মানমা স্মারক উপহারের চেক তুলে দেয় খাগড়াছিড় জেলা ক্রীড়া সংস্থা।
সকালে সাফজয়ী ময়মনসিংহের কলসিন্দুরের আট ফুটবল কন্যাকে বাদ্যযন্ত্র বাজিয়ে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে পুলিশ লাইন্স মাঠে নিয়ে আসা হয়। পরে পুলিশ লাইন্সের ড্রিলসেডে সংবর্ধনা দেয়া হয় তাদের। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এসময় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের নেতারাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ৮ নারী ফুটবলারের হাতে নগদ অর্থ এবং ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
এদিকে.. সাফ চ্যাম্পিয়ন হওয়া আরও তিন ফুটবলার নিজ জেলা খাগড়াছড়ি পৌঁছলে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সংসদ সদস্য বাসন্তী চাকমা ও ক্রীড়া সংস্থার সদস্যরা। পরে তাদের সুসজ্জিত ছাদ খোলা গাড়িতে করে মোটরসাইকেল শোভাযাত্রায় পুরো শহর প্রদক্ষিণ করানো হয়। পরে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সন্মানমা স্মারক ও তিন ফুটবলার ও কোচকে ৪ লক্ষ টাকা পুরস্কার দেয়া হয়।