ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে করোনাভাইরাস প্রতিরোধে কোনো ধরণের পদক্ষেপ নেয়নি প্রশাসন
- আপডেট সময় : ০৯:২০:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে করোনাভাইরাস প্রতিরোধে এখনো কোনো ধরণের সচেতনতামূলক পদক্ষেপ নেয়নি প্রশাসন। এতে চরম ঝুঁকিতে রয়েছে নানা বয়সী খেলোয়াড়রা। ক্রীড়াঙ্গনকে ঝুঁকিমুক্ত রাখতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবী মানবাধিকার কর্মীসহ স্থানীয়দের। আর জেলা প্রশাসন বলছে খেলোয়ারদেরকে সচেতন করতে ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারি নির্দেশনায় ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও, ঠিক তার উল্টো চিত্র খেলার মাঠগুলোতে। স্কুল, কলেজ বন্ধ থাকায় নানা বয়সী ছেলেরা এখন ভীড় করছে খেলার মাঠে।
নগরীর সার্কিট হাউজ মাঠসহ বিভিন্ন মাঠে সকাল কিংবা বিকেলে ফুটবল এবং ক্রিকেট খেলায় ব্যস্ত থাকছে তারা। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে না। এভাবে দলবেঁধে খেলাধুলার কারণে চরম ঝুঁকিতে রয়েছে নতুন প্রজন্ম। কর্তৃপক্ষ শুধু দায়সারাভাবে বিভিন্ন লীগ এবং টুর্নামেন্ট স্থগিত করেছে বলে অভিযোগ করেন অনেকেই।
খেলার মাঠে এখনো কোনো ধরণের পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ জানান এই মানবাধিকার নেতা।
এদিকে, জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বে থাকা জেলা প্রশাসক জানালেন, মাঠে খেলাধূলা বন্ধ করতে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেয়া হয়েছে।