ময়মনসিংহের বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকে কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করছে না
- আপডেট সময় : ০৪:৫৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকে কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন না করায়, সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। কর্তৃপক্ষ জানিয়েছে, সেবার মান নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের কলাদিয়া কমিউনিটি ক্লিনিক মেরামতের কাজ চলছে। তবে উপস্থিত নেই সংশ্লিষ্ট প্রোভাইডার। স্থানীয়দের অভিযোগ সপ্তাহে ২/৩ দিন অফিস খুলে ঘন্টা তিনেক থেকে আবার চলে যান তিনি। ফলে চিকিৎসা সেবা পায় না মানুষ। একই অবস্থা ত্রিশাল উপজেলার রুদ্রগ্রাম কমিউনিটি ক্লিনিকেরও, অফিস টাইমে গিয়ে পাওয়া যায়নি হেলথ প্রোভাইডারকে।তালাবদ্ধ রয়েছে ক্লিনিকটি। অভিযোগ উঠেছে, জেলার অন্যান্য বেশিরভাগ কমিউনিটি ক্লিনিক নিয়েও।
তবে, কোন কোন কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার নিরবচ্ছিন্ন সেবা দিয়ে মানুষের আস্থা অর্জন করেছেন।
মানুষের সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। অন্যদিকে মনিটরিং ব্যবস্থা জোরদারের কথা বলছেন, সিভিল সার্জন।
জেলার ৪৯৫টি কমিউনিটি ক্লিনিকে সেবার মান শতভাগ নিশ্চিত করা গেলে উপজেলা ও বিভাগীয় শহর ময়মনসিংহে রোগীর চাপ কমবে বলে মনে করেন স্থানীয়রা।