ময়মনসিংহের ভালুকায় ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় ভিমরুলের কামড়ে আনাস নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সকালে উপজেলার সিডস্টোর পশ্চিম বাজার এলাকার বাড়ীতে মারা যায় সে। স্থানীয়রা জানায়, উপজেলার সিডস্টোর পশ্চিম বাজার এলাকার প্রভাষক ওমর ফারুক তালুকদার শনিবার সকালে তার একমাত্র শিশুপুত্র আনাসকে নিয়ে বাড়ির পাশে ধান ক্ষেত দেখতে যান। এ সময় ফারুক এলাকার কয়েকজনের সাথে কথা বলার সময় শিশুটি পাশেই পড়ে থাকা তালগাছের শুকনা ডাল সরাতে গেলে ভিমরুলে আক্রমণ করে। হাসপাতালে চিকিৎসা দিয়ে রাতে বাড়িতে আনার পর সকালে আনাস মারা যায়।
মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের হাসানকান্দি এলাকা থেকে সকালে উজ্জ্বল শেখ নামের এক ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। নিহত উজ্জ্বলের নামে রাজৈর, মুকসুদপুর, লোহাগড়া থানাসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ৭টি মামলা রয়েছে।