ময়মনসিংহের সিডস্টোর-সখিপুর আঞ্চলিক সড়কের নির্মাণ কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা
- আপডেট সময় : ০৭:১৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকার সিডস্টোর-সখিপুর আঞ্চলিক সড়কের নির্মাণ কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা হয়ে গেছে। অন্যদিকে গ্যাস সংযোগের নামে চলছে খোঁড়াখুঁড়ি। এই সড়কের ঝুঁকিপূর্ণ লাউতি সেতু দিয়ে চলছে ভারী যানবাহন। এসব অব্যবস্থাপনায় জনদুর্ভোগ এখন চরমে।
এটি ময়মনসিংহের ভালুকা এবং টাঙ্গাইলের সখিপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সিডস্টোর-সখিপুর আঞ্চলিক সড়ক। দীর্ঘ এক যুগ বেহাল থাকার পর, গত বছরের সেপ্টেম্বরে রাফিয়া কনস্ট্রাকশনকে কার্যাদেশ দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ১৪ কিলোমিটার সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি টাকা। দেড় বছরে কাজ শেষ করার কথা থাকলেও, এক বছরে ১০ ভাগও হয়নি।
চার মাস ধরে সড়কের সমস্ত কাজ বন্ধ রয়েছে। এরই মধ্যে খোঁড়াখুঁড়ি করে শিল্প-কারখানায় নেয়া হচ্ছে গ্যাস সংযোগ। এই সড়কের ঝুঁকিপূর্ণ লাউতি সেতু দিয়ে চলাচল করছে ভারী যানবাহন।
জনদুর্ভোগ সৃষ্টির জন্য এলজিইডির কিছু কর্মকর্তার দুর্নীতি এবং অনিয়মকে দায়ী করছেন নাগরিক আন্দোলনের এই নেতা।
ঠিকাদার জেলে থাকায় কাজ বন্ধ রয়েছে বলে জানান, এই কর্মকর্তা।
দ্রুত ঠিকাদারের প্রতিনিধির মাধ্যমে আবারো কাজ শুরু হবে বলেও জানান তিনি।