‘যতটুকু করেছি এবং যেটুকু করবো, সবই স্মার্ট বাংলাদেশের অংশ’
- আপডেট সময় : ১২:১৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের বিষয়টি নিয়ে কথা বলেছেন ডয়চে ভেলের সঙ্গে৷ তার মতে, স্মার্ট বাংলাদেশ মানেই সব কিছু অন্যরকম- এমন ধরে নেয়া ঠিক নয়৷
মোস্তাফা জব্বার: আমি যেভাবে দেখি তা হলো, স্মার্ট বাংলাদেশ এবং ডিজিটাল বাংলাদেশ আলাদা কিছু নয়৷ এখন যে ডিজিটাল বাংলাদেশ আমরা করছি, তার পরের ধাপটিই হলো স্মার্ট বাংলাদেশ৷ ২০২১ সাল পর্যন্ত আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি কর্মসূচি ছিল৷ সেই কর্মসূচি অতিক্রম করার পরে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি জাতীয় কর্মসূচি ঘোষণা করেছেন৷ তার সময়সীমা ২০৪১ সাল পর্যন্ত৷
তাহলে কি দুটি কর্মসূচিই চলমান?
আমরা একটা অনুন্নত বাংলাদেশ, কৃষিপ্রধান বাংলাদেশ- সেই বাংলাদেশকে ডিজিটাল রূপান্তরের জন্য একটি কর্মসূচি নিয়েছি৷ সেটা আমরা করেছি৷ এর মধ্যে আছে সরকারের সব সেবাকে ডিজিটাল করা, সরকারের পদ্ধতিটাকে ডিজিটাল করা৷ আমাদের অন্যান্য আরো যেসব কর্মকাণ্ড আছে সেগুলোকে ডিজিটাল করা৷ আমরা স্মার্ট বাংলাদেশ যদি করি, এর মানে এই নয় যে, আমরা এইসব ডিজিটাইজেশন কর্মকাণ্ডকে বাদ দিয়ে করবো৷ এভাবে চিন্তা করতে পারেন যে, আমরা একটা বহুতল ভবন করছি, বহুতল ভবনটি হলো উন্নত সমৃদ্ধ সোনার বাংলা৷ সেই সোনার বাংলার ভিত্তিটা হলো নিঃসন্দেহে ডিজিটাল বাংলাদেশ৷ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেই আমরা স্মার্ট বাংলাদেশের কর্মসূচি হাতে নিয়েছি৷