যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- আপডেট সময় : ০১:৪৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
আজ পবিত্র ঈদুল ফিতর, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে মুসলিম সম্প্রদায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায় ।পরে পর্যায়ক্রমে দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত ৯টা, চতুর্থ ১০টা এবং সর্বশেষ ৫ম জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে ১১টায়। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখেই নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে করোনা থেকে মুক্তিও পেতে দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ঈদ মানেই খুশি, ঈদ মানে আনন্দ। একমাস সিয়াম সাধনার পর দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
করোনা মহামারীর কারণে এ এবছর ঈদগাহের পরিবর্তে মসজিদে-মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ।
ঈদের দু’রাকাত নামাজ আদায় করতে সকাল থেকে এভাবেই বায়তুল মোকার জাতীয় মসজিদে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই মুখে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখেই নামাজ আদায় করতে আসেন তারা।
জাতীয় মসজিদে সকাল ৭টায় ঈদের প্রথম জামাতে অংশ নেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এ সময় আবেগে আপ্লুত মুসল্লিরা গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চান।
মহান আল্লাহর অনুগ্রহ লাভের পাশাপাশি করোনা মুক্ত স্বাভাবিক জীবনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসুল্লিরা ।
করোনা পরিস্থিতিতে সবার মনে আতঙ্ক আর হতাশা, তাইতো নামাজ শেষে আগের মত কোলাকুলি করতে দেখা যায়নি কাউকেই।