যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে
- আপডেট সময় : ০১:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জ, মাদারীপুর ও মানিকগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে পানিবন্দী হয়ে পড়েছেন চর ও নিম্নাঞ্চলের হাজারো মানুষ।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষণে দু’সপ্তাহ ধরে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে জেলার নদী তিরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়েছে। এদিকে পানি বৃদ্ধির সাথে সাথে জেলার বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে তীব্র নদী ভাঙ্গন।
মাদারীপুরে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধির সাথে সাথে পদ্মা ও আড়িয়াল খাঁ নদে বিলীন হয়ে গেছে অর্ধশতাধিক ঘরবাড়ি। হুমকির মুখে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ ও বাহেরচর-কাতলা গ্রাম। ঘরবাড়ি হারিয়ে দিশেহারা নদের পাড়ের মানুষ। অনেক এলাকায় ভাঙ্গন প্রতিরোধে সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ডাম্পিং।
মানিকগঞ্জের যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে গেল ২৪ ঘন্টায় ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার দৌলতপুর ও হরিরামপুর উপজেলার নিম্মাঞ্চল এলাকার বিভিন্ন ফষল জমি তলিয়ে গেছে। তাছাড়া এ দুই উপজেলার কয়েক ইউনিয়নের সড়কেও পানি উঠেছে।
এদিকে, পদ্মা নদীর পানি অব্যাহত ভাবে বৃদ্ধি পাওয়ায় ফরিদপুরে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি ফরিদপুর পয়েন্টে ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন তা বিপদ সীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পেয়ে পদ্মার তীরবর্তী নিম্মাঞ্চলের হাজারো মানুষের মাঝে নেমে এসেছে চরম দূর্ভোগ।