যশোর সীমান্ত দিয়ে নিত্যনতুন কৌশলে মাদক আনছে চোরাকারবারিরা
- আপডেট সময় : ০২:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
যশোর সীমান্ত দিয়ে নিত্যনতুন কৌশলে মাদক আনছে চোরাকারবারিরা । প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কাজ হাসিল করতে মাদক পাচারে নতুন নতুন পদ্ধতি খুঁজে নিচ্ছে তারা। বিজিবিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কারবারীদের কৌশল অবলম্বনে হতবাক।
যশোরে সঙ্গে ভারতের প্রায় ৭০ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) মাদক পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিজিবি সীমান্ত এলাকা থেকে ৮১ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার ও ১৪০ জন পাচারকারীকে আটক করেছে। তারপরও চোরাকারবারীরা মাদক পাচারের ক্ষেত্রে নিত্যনতুন কৌশলের আশ্রয় নিচ্ছে। অভিনব কায়দায় মোটরসাইকেলের ফুয়েল ট্যাংক, বাস-ট্রাকের অতিরিক্ত টায়ার,গাড়ির বডিতে সেট এবং জিন্সপ্যান্টসহ নানা পদ্ধতিতে মাদক পাচার করছে মাদক মহজনরা ।
নাম পরিচয় গোপন রেখে এক চোরাকারবারীর সাথে আলাপকালে বেরিয়ে আসে মাদক পাচারের নতুন পদ্ধতির কথা। তাদের পুরানো পদ্ধতি প্রশাসন জেনে যাওয়ায় নতুন নতুন কৌশলের আশ্রয় নিয়েছেন তারা । তাতে করে বিজিবিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে খুব সহজেই মাদকদ্রব্য সরবরাহ করছে মাদক বিক্রেতারা।
এদিকে মাদক ব্যবসায়ীরা নিত্যনতুন কৌশলের আশ্রয় নিলেও বসে নেই বিজিবিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের গোয়েন্দা কৌশল ও প্রযুক্তিকে অত্যাধুনিক করে ব্যর্থ করে দিচ্ছে পাচারকারীদের কৌশল। সীমান্তের মাদক সমস্যা দূরীকরণ করতে হলে মাদক সম্রাটদেরকে নিষক্রিয় করতে হবে। প্রশাসন কঠোর হলে মাদক পাচার শূন্যের কোঠায় আসবে বলে মনে করেন সচেতনমহল।