যশোরে কোরবানির হাটের প্রস্তুতি শুরু
- আপডেট সময় : ০৩:৪৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / ১৮২৬ বার পড়া হয়েছে
কোরবানির হাটে প্রতিবারই দেখা মেলে বাহারি নামের সব আকর্ষণীয় ষাঁড় গরু। প্রতিযোগিতায় এবার এগিয়ে ‘যশোরের ভাইজান’। ষাঁড়ের মালিক যশোর সদরের সীতারামপুর গ্রামের মেহেদুজ্জামান কাজল। ১৩শ’ কেজি ওজনের এই ষাঁড় থেকে ৩৫ থেকে ৩৬ মণ মাংস হবে বলে ধারণা তার। নির্দিষ্ট দাম না জানালেও কাঙ্খিত মূল্য পেলেই বিক্রি করবেন বলে জানান বিক্রেতা। গরুটি দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে লোকজন আসছে তার খামারে।
কোরবানীর আয়োজনে এবার আলোচনায় ‘যশোরের ভাইজান’। কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত করা হয়েছে ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টিকে। এরই মধ্যে ৩৫/৩৬ মণ ওজনের গরুটি নজর কেড়েছে সবার। বিশাল আকৃতির এ ষাঁড়টি উচ্চতায় সাড়ে ৬ ফুট এবং লম্বায় ১৩ ফুট। বছরখানেক আগে শখের বসে ৮৩ হাজার টাকায় কিনে লালন-পালন শুরু করেন সদরের সীতারামপুর গ্রামের বাসিন্দা মেহেদুজ্জামান কাজল। এরপর ধান, চাল, গম, ছোলা, খেসারি, সর্ষে, কালোজিরা, সবুজ ঘাসসহ নানারকম খাবার দিয়ে বড় করে তোলা হয় ষাড়টিকে।
৬ বছর আগে সীতারামপুরের মেহেদুজ্জামান কাজল গড়ে তোলেন “লাকি ডেইরী ফার্ম”। সেখানে প্রতিদিন নিয়ম মেনে গোসল করানোসহ নানা ধরনের সেবাযত্নে দিনরাত ব্যস্ত পরিচর্যাকারীরা। তাদের দাবি, এটি যশোরের সবচেয়ে বড় গরু।
প্রতিবেশীরা জানান, গরুটি দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে লোকজন আসছে খামারটিতে। ষাঁড়টির বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, গরুটিকে প্রাকৃতিকভাবেই লালন-পালন করা হচ্ছে। খাওয়ানো হচ্ছে কাঁচাঘাস ও স্বাভাবিক দানাদার খাবার। লালন-পালনে পশুপালন কর্মীরাও পরামর্শ দিচ্ছেন।